জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে
ফেনীতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
শহর প্রতিনিধি :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা ও আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রদক্ষিণ করে ট্রাংক রোডে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয় মিছিলটি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “জুলাইয়ের প্রেরণা: দিতে হবে ঘোষণা”, “জুলাইয়ের খুনিদের বিচার চাই”, “জুলাই সনদ দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে” ইত্যাদি শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শহীদ শ্রাবণের মাতা ফাতেমা আক্তার, জেলা জামায়াতের আমির মুফতি হান্নান, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজসহ অনেকে।
এসময় জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদদের ন্যায়বিচার দাবি করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত