
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রচেষ্টা
গাছ লাগিয়ে আনোয়ারের
নতুন ঘরের উদ্বোধন
পরশুরাম প্রতিনিধি :
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সহায়তায় নির্মিত আনোয়ারের নতুন ঘরটি বৃক্ষ রোপনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে তার ঘরের সামনে ও পাশে তিনটি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের আলী নেওয়াজ বাড়ির টমটম চালক আনোয়ারের ঘরটি নতুন করে তৈরি করতে কিছু দিন আগে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। সম্প্রতি ঘরের কাজ শেষ হলে গত রবিবার সংগঠনের সদস্যরা ঘরটি পরিদর্শন করেন। এসময় সংগঠনের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি ও সদস্য আসাদুজ্জামান দারা উপস্থিত ছিলেন। এসময় বাড়িতে তিনটি গাছের চারা রোপণ করা হয়।
নতুন ঘর পেয়ে আনন্দ প্রকাশ করেন আনোয়ার ও তার পরিবারের সদস্যরা। আনোয়ার বলেন, ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। তাই এটা নতুন করে নির্মাণ করা ছাড়া উপায় ছিল না। তিনি নতুন ঘর পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এর আগে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল হোসেন এর ঘর নির্মাণ ও ফেনী সদরে পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা মাদ্রাসা ভবনসহ তিনটি ঘর মেরামত করে দেয়া হয়।