
২২ জুলাই ফেনীতে জামায়াতের দোয়া মাহফিল
সংবাদদাতা :
আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবসে ফেনীতে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীম।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার উত্তরা মাইলোস্টেন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। একইসঙ্গে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বাদ যোহর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়তে ইসলামীর ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান মুসল্লীসহ সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া মাহফিলে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।