পরশুরামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে
ইউএনও’র বিদায় সংবর্ধনা
পরশুরাম সংবাদদাতা:
পরশুরামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিদায় উপলক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরশুরাম প্রেস ক্লাব, মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন সংবর্ধনা দিয়েছে।
ইউএনও আরিফুর রহমান সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) বিকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক তুলে দেন পরশুরাম প্রেস ক্লাব, মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, নজরুল একাডেমী, জামায়াতে ইসলামী পরশুরাম উপজেলার নেতৃবৃন্দ, অফিসার্স ক্লাব নেতৃবৃন্দ, উপজেলা করাতকল মালিক সমিতি, ভূঁইয়া কনস্ট্রাকশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, নজরুল একাডেমী পরশুরাম শাখার সভাপতি ইউসুফ বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ইউএনও তার বক্তব্যে বলেন, কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। পরশুরামের মানুষ যেভাবে আন্তরিকতা দেখিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত